Saturday, April 22, 2017

বাস ১

বাস ১
মুক্তিপ্রকাশ রায়

হেডলাইট জ্বেলে দিতে
রাস্তায় গড়িয়ে নামল কনে-দেখা আলো;
হিসেবি কন্ডাক্টর পয়সাকড়ি বুঝে নিয়ে
তোমার পাশের সিট তুলে দিল নিরাপদ হাতে;
বাঁধানো রাস্তা ধরে উলু দিয়ে চলে গেল বাস

কালো ধোঁয়া ভেসে থাকল
আমার শরীর ঘিরে
অপমানের মতো কিছুক্ষণ

টিকিটবিহীন আমি,
একদিন দেখো, ঠিক
কালো বেড়ালের মতো রাস্তা কেটে যাব

('মুঠোভরা বালি' কাব্যগ্রন্থ, ২০১৩, 'ঘাট পত্রিকা'র উদ্যোগে প্রকাশিত)

Wednesday, April 19, 2017

অপমান

অপমান
মুক্তিপ্রকাশ রায়

যখনই বিঁধে যায় সহসা তলপেটে সুপরিকল্পিত  ধারালো অপমান
তখনই জল পড়ে, তখনই পাতা নড়ে, কী হয় তারপরে কে রাখে সন্ধান
কিছুটা যন্ত্রণা, কিছু কুমন্ত্রণা, কিছুটা গিলে খাওয়া নিজের পাপবোধ
নিজেরই হাতে যেন নিজেকে খুন করে নিজেই নিতে চাওয়া খুনের প্রতিশোধ
বামন, তবু যেন আঙুলে ভর করে চেয়েছি ছুঁয়ে দিতে লাস‍্যময়ী চাঁদ
দীপ‍্যমান যারা, আকাশে ছায়াপথে, কীভাবে ক্ষমা করে এ-হেন অপরাধ
রেশমকীট তাই নিজের চারপাশে সুচারু বুনে নেয় যে-একাকিত্ব
বাইরে তার কোনও আগুন জেগে নেই, দু'চোখে লেগে থাকে বৈপরীত‍্য
ছাই তো উড়ে যায়, সে-ক্ষত সেরে যায়, ক্রমশ জুড়ে যায় পঞ্জরাস্থি
তবু সে-স্মৃতিভার কবির ক্রুশকাঠ, কবির গৌরব, কবির শাস্তি

('মুঠোভরা বালি' কাব্যগ্রন্থ, ২০১৩, 'ঘাট পত্রিকা'র উদ্যোগে প্রকাশিত। )

Saturday, April 15, 2017

নববর্ষের কবিতা ১৪২৪

নববর্ষের কবিতা ১৪২৪
মুক্তিপ্রকাশ রায়

অনন্ত মধ‍্যযুগ আমাদের ললাটলিখন
তবুও স্বভাবদোষে জীবনের দিকে পাশ ফিরি
পটের নদীর মতো বয়ে যায় দিন-মাস-সন
তবু নববর্ষে দ্বারে হাত পাতে অন্ধ ভিখিরি

অন্ধ, কেননা জানি ভালোবাসা অন্ধ হয়ে থাকে
তাহলে যা চাই তা কি দ্বিধাহীন মুক্ত ভালোবাসা?
যে-প্রেমে অঙ্কুর বাড়ে, বৃষ্টি বুকে জড়ায় খরাকে
সে-মিলনসম্ভাবনা পৃথিবীর কাছে প্রত‍্যাশা?

অথচ পৃথিবী আজ কারাগার, প্যানোপটিকন
সহস্র চোখে মানা, নিষেধের উঁচোনো তর্জনী
নতুন নাট‍্যকার রোমিওকে ধরাল সমন
শিল্প হল কাটা জিব, উপড়ানো দু'চোখের মণি

মানুষকে নয়, ছায়ামূর্তিকে ভালোবাসা রীতি
দুঃস্বপ্নে ভিন্নতার রক্তের পিপাসু টোটেম
চাপাতিরা ভয় পায় জিজ্ঞাসাচিহ্নের আকৃতি
শাকান্নের বিলাসিতা, সঙ্গসুখ, নাজায়েজ প্রেম

পরিত‍্যক্ত কামানের মুখে তবু বেপরোয়া ফুল
দৈববাণীর মতো মুছে দিতে চায় সব শোক
অভয়বাবুর মতো মাফ করে ছাত্রদের ভুল
মনে হয় স্নেহশীল ঈশ্বর বলবেন--
তোমাদের নিরাময় হোক