অপমান
মুক্তিপ্রকাশ রায়
যখনই বিঁধে যায় সহসা তলপেটে সুপরিকল্পিত ধারালো অপমান
তখনই জল পড়ে, তখনই পাতা নড়ে, কী হয় তারপরে কে রাখে সন্ধান
কিছুটা যন্ত্রণা, কিছু কুমন্ত্রণা, কিছুটা গিলে খাওয়া নিজের পাপবোধ
নিজেরই হাতে যেন নিজেকে খুন করে নিজেই নিতে চাওয়া খুনের প্রতিশোধ
বামন, তবু যেন আঙুলে ভর করে চেয়েছি ছুঁয়ে দিতে লাস্যময়ী চাঁদ
দীপ্যমান যারা, আকাশে ছায়াপথে, কীভাবে ক্ষমা করে এ-হেন অপরাধ
রেশমকীট তাই নিজের চারপাশে সুচারু বুনে নেয় যে-একাকিত্ব
বাইরে তার কোনও আগুন জেগে নেই, দু'চোখে লেগে থাকে বৈপরীত্য
ছাই তো উড়ে যায়, সে-ক্ষত সেরে যায়, ক্রমশ জুড়ে যায় পঞ্জরাস্থি
তবু সে-স্মৃতিভার কবির ক্রুশকাঠ, কবির গৌরব, কবির শাস্তি
('মুঠোভরা বালি' কাব্যগ্রন্থ, ২০১৩, 'ঘাট পত্রিকা'র উদ্যোগে প্রকাশিত। )
মুক্তিপ্রকাশ রায়
যখনই বিঁধে যায় সহসা তলপেটে সুপরিকল্পিত ধারালো অপমান
তখনই জল পড়ে, তখনই পাতা নড়ে, কী হয় তারপরে কে রাখে সন্ধান
কিছুটা যন্ত্রণা, কিছু কুমন্ত্রণা, কিছুটা গিলে খাওয়া নিজের পাপবোধ
নিজেরই হাতে যেন নিজেকে খুন করে নিজেই নিতে চাওয়া খুনের প্রতিশোধ
বামন, তবু যেন আঙুলে ভর করে চেয়েছি ছুঁয়ে দিতে লাস্যময়ী চাঁদ
দীপ্যমান যারা, আকাশে ছায়াপথে, কীভাবে ক্ষমা করে এ-হেন অপরাধ
রেশমকীট তাই নিজের চারপাশে সুচারু বুনে নেয় যে-একাকিত্ব
বাইরে তার কোনও আগুন জেগে নেই, দু'চোখে লেগে থাকে বৈপরীত্য
ছাই তো উড়ে যায়, সে-ক্ষত সেরে যায়, ক্রমশ জুড়ে যায় পঞ্জরাস্থি
তবু সে-স্মৃতিভার কবির ক্রুশকাঠ, কবির গৌরব, কবির শাস্তি
('মুঠোভরা বালি' কাব্যগ্রন্থ, ২০১৩, 'ঘাট পত্রিকা'র উদ্যোগে প্রকাশিত। )
No comments:
Post a Comment