Thursday, July 13, 2017

দানরহস‍্য Daanrahasya

দানরহস‍্য
মুক্তিপ্রকাশ রায়

বাগে পেলে জ্ঞান দেয়
ওঠে যারা ডায়াসে
যে কেবল সায় দেয়
তবলার বাঁয়া সে
চেপে দেয় বাস-লরি
ছেপে দেয় এডিটার
কে কাকে অভয় দিলে
কেরিয়ার স্টেডি তার
খুঁজে খুঁজে কেটে গেল
এ-জীবন গাড়লের
ঘরে বউ বকা দেয়
ঠ‍্যাং কাঁপে বার হলে
মণীষীরা বাণী দেন
বেদনা কা কস‍্য
কে যে দেয়, কাকে দেয়
সেটাই রহস‍্য

Sunday, July 9, 2017

গদি Godi

গদি
মুক্তিপ্রকাশ রায়

গদি যাকে মারে, গদি যাকে ধরে
কোন হরি তাকে বাঁচায়?
খিদে-পায়খানা চেপে রাখি যদি
গদির মালিক না চায়
কোন ফুকো দিয়ে কে দ‍্যাখে কে জানে!
তালা দিয়ে রাখি চোখে নাকে কানে
হয়তো বগলে রেকর্ডার দেবে
সিসিটিভি ডান পাছায়!

আন্তর্জালে জাল পেতে গদি
কবি ধরে খায় খপাত
কলিকালে সব সাধনই বিফল
সিদ্ধি তো নাম জপাৎ
কেউ যদি লেখে গদির জীবনী
সে হয় সুবোধ, সেই সোনামণি
কেউ বলে, আয়, ধুলোটুলো ঝেড়ে
হাত পাতবি তো চ পাত



Friday, July 7, 2017

প্রোটেকশন Protection

প্রোটেকশন
মুক্তিপ্রকাশ রায়

শোন ওরে ছোঁড়া
কালিদাস তোরা
এ 'আমরা-ওরা' chess খেলে
মুষলপর্বে
ভোটার মরবে
কে হাত ধরবে কেস খেলে?
শোন রে জঙ্গি
বা বজরঙ্গি
অঙ্গভঙ্গি বীভৎস
আমি আছি যার
ল অ্যান্ড অর্ডার
ছিঁড়বে তাহার কী বৎস?
শুধু মেপে জল
সাবধানে চল
বা কর্মফল go, take son!
আমাকে না বলে
হাঙ্গামা হলে
কে দেবে তাহলে প্রোটেকশন?



Wednesday, July 5, 2017

হঠকারীদের প্রতি Hothokarider Proti

হঠকারীদের প্রতি
মুক্তিপ্রকাশ রায়

আয় না, আমার মাথায় চড়
পাইয়ে দেব, ধৈর্য ধর
কাজের খোঁজে বেকুব ঘোরে
ভাতায় খুশি ধুরন্ধর

যুবক পাবে পাড়ায় জিম
ভোটের ক'দিন পাড়লে ডিম
খুর চালালে বোনাস পাবে
সস্তাদরে শেভিং ক্রিম

দুধের সঙ্গে মর্তমান
রোজ খাওয়াব, শর্ত মান
দেখবে সবাই সাপের খেলা
বনগাঁ থেকে বর্ধমান

স্বর্গে আছিস, বেহস্তে
করবি আদাব, নমস্তে
তা নয়, শেষে ছোবল দিলি
বিপত্তারণ শ্রীহস্তে!

নৌকো করিস টালমাটাল
ডুবলে আমি, বুঝবি বাল-
-খিল‍্যরা সব, কে বাঁচাবে
কালকে তোদের? রাজ‍্যপাল?


Tuesday, July 4, 2017

সুশীলধর্ম Sushildhormo

সুশীলধর্ম
মুক্তিপ্রকাশ রায়

কোনও দাঙ্গায় মরে না মন্ত্রী
মরে না এমপি-এমএলএ
মোল্লা-পুরুত মরার খবর
এসব কি সহজে মেলে?
নিরাপদে এঁরা সনাতন পথে
সহি ধর্মের দাবা-তে
বোড়ে দিয়ে বোড়ে নিকেশ করেন
হাঘরের হাতে হাভাতে
প্রশাসন না কি ভাবাবেগ রাখি
কঠিন বড়ো এ-অঙ্ক
রাজধর্মের হাত টেনে ধরে
ভোটবাক্সের সংকোচ
পুলিশের কাজ পুলিশ করবে
কেস দেবে লরি-বাইকে
ফেসবুকে লিখে জেলে যাবে কেউ
কেউ বা নিরীহ like-এ
আমিও ভাবছি চুপ থাকা ভালো
খরা-বন‍্যায়, রায়টে
বেহালা বাজাব নিরোর মতন
যদি বা কখনও বাই ওঠে



Sunday, July 2, 2017

উপোসী বাংলা Uposi Bangla

উপোসী বাংলা
মুক্তিপ্রকাশ রায়

তুমি   প্রেম বলে ভেবে নিচ্ছ
পাতি   অ্যাড্রিনালিন রাশ-কে
আমি   সমকামী প্রেমপত্র
লিখি    জীবনানন্দ দাশকে
তাই     জানলার পাশে সন্ধ্যায়
বৃথা      হাওয়া বয়ে যায় চৈতি
তুমি     ভাবছ যখন চুম্বন
আমি    মনেমনে রাজনৈতিক
আছি    চুপচাপ সেজে নিরীহ
যেন      প্রাইমারি টেট লক্ষ্য
আঁকা   দেশের ভাগ্য কপালে
তুমি      ভেবে নিলে বার্ধক্য
তুমি      সন্দেহ জ্বেলে রাখছ
একা     মনখারাপের জানলায়
যদি      চাও তার সাথে দেখা হোক
এসো   আমার উপোসী বাংলায়

('আশ্চর্য মলম' পত্রিকায় প্রকাশিত, ২০১৪)