Friday, March 30, 2018

হনুকরণ

হনুকরণ
মুক্তিপ্রকাশ রায়

আমিও হনুমান, তুমিও হনুমান
এ ডারুয়িন নয়, আমারও অনুমান
ক্ষমতা বড়ো দায়, যা কিনা পলিটিক্স
ধারালো ছুরি খোঁজে গলার নলিটি
এতে কি ভোট আসে? তবে তা বৈধ
দু-চারজন যদি হয় শহিদ হোক
যাক না ঘেঁটেঘুঁটে কলি-তে ত্রেতা-তে
কে তাতে বিচলিত? ব‍্যথিত কে তাতে?
তোমার পুঁজি ঘৃণা, আমি কি পিছিয়ে?
রেখেছি ভোটজাল সেভাবে বিছিয়ে
যেভাবে তুমি মাপো কে বেশি হিন্দু
তোমাকে বেচে খায় তোমারই নিন্দুক
দু-জনা দুটি দিক একই সে কয়েনেই
ভোট বা টস হোক, হারার ভয় নেই

Saturday, March 24, 2018

সাফাই

সাফাই
মুক্তিপ্রকাশ রায়

সবাই জানে -- হিন্দু ছাড়া আর সকলে রাক্ষস
সবাই জানে -- মুমিন ছাড়া অন‍্য সবাই কাফের
অস্ত্র তো নয়, ফুলঝাড়ু এ, দেশপ্রেমের সাক্ষ‍্য
রক্তেটক্তে ভেজাল থাকা ভীষণ পরিতাপের

রামনবমী আর মহরম পালনে হয় পুণ্য
একটু দাপট, উত্তেজনা, নইলে কীসের উৎসব?
অনার্য-মুশরিক-মালাউন হোক-না মনঃক্ষুণ্ণ
মাংসপেশি দূর করে দেয় ডেমোক্রেসির খুঁত সব


Wednesday, March 21, 2018

জলাঞ্জলি

জলাঞ্জলি
মুক্তিপ্রকাশ রায়

ভেলা জলে ভাসে, ফেরি যায়-আসে
বিজ্ঞান জানে -- প্লবতা
তবু নৌকায় ঠিক বোঝা যায়
জলের মহানুভবতা
জল ঘিরে থাকে জন্মেরও আগে
জল অভিমুখে শেষটান
জিভে, নদীচরে, গাছেরও শিকড়ে
একইরকমের তেষ্টা
তিনভাগ জলে মাটি ভেসে চলে
নীল চেনা এক গ্রহ তা
যেরকম প্রাণ চির-চলমান
কেউ কেউ বলে বহতা

Sunday, March 18, 2018

শুভাকাঙ্ক্ষী

শুভাকাঙ্ক্ষী
মুক্তিপ্রকাশ রায়

সব্বার ভালো হোক আমি চাই
সক্কলে খুব সুখে থাক
যে হতে চাইছে সে দুষ্টু হোক
অন‍্যরা গুড বুকে থাক
নিরামিষ খাক যে খুব নিরীহ
খুন চুষে খাক যে-খুনি
যুদ্ধবাজেরা খুশি হোক ফেলে
পরমাণু বোমা এখুনি
আমাদের মতো আমরাও খুশি
যুদ্ধবিরোধী মিছিলে
গিরগিটিকেও প্রশ্ন করি না
গতকাল তুমি কী ছিলে
তৃণমূল থাক, কংগ্রেসও থাক
বিজেপি এবং সিপিএম
জনতা চাইলে ভাতঘুম দিক
টুয়েলভ নুন টু থ্রি পি.এম.
সব মন যেন ফুরফুরে হয়
কেটে যায় দুশ্চিন্তা
স্টেটাস কুয়োর জলে ভাসমান
ইনকিলাবের দিন থাক

Saturday, March 17, 2018

বাধ‍্যবাধকতা

বাধ্যবাধকতা
মুক্তিপ্রকাশ রায়

এইভাবে তুই বাঁচতে বাধ্য
এই সুরে তুই নাচতে বাধ্য
গণতন্ত্রের অর্থ বোঝা
একটু এখন কষ্টসাধ্য

দেশপ্রেমকে গিলতে বাধ‍্য
(মাথাতে একচিলতে ছাদ তো!)
এখন মন্ত্রী ঠিক করে দেন
কোনটা হালাল, কী অখাদ্য

করের টাকা গুনতে বাধ‍্য
মিথ্যে কথাও শুনতে বাধ্য
আর যেটুকু বলতে পেলি
ওটা নিছক আর্তনাদ তো

হাম ভি মিলিটারি

#মুক্তিপ্রকাশরায়

একটি আইন লাগু হতে চলেছে। সরকারি চাকরি পেতে হলে এরপর হয়তো পাঁচবছর মিলিটারি সার্ভিসের অভিজ্ঞতা লাগবে। সেই প্রসঙ্গে কয়েকটি লাইন।

হাম ভি মিলিটারি
মুক্তিপ্রকাশ রায়

প্রভু, ছিপছিপে রেখো
মিলিটারি জিপে রেখো
পোস্টিং দিয়ো সিয়াচেনে
রাজার যা কিছু দাবি
সকলই মেটাব ভাবি
বলব, নে, আর কী আছে নে
ফ্রন্টে শেখাব টেনস
বেড়ে যাবে সাসপেন্স
বার খেলে আমি কী না পারি?
হোক না আইন লাগু
করে লসাগু গসাগু
আমি হব সেরা মিলিটারি
তবু পথে, মোড়ে, বাঁকে
সংশয় পিছু ডাকে
মাস্টার অথবা কেরানি
যদি যায় ওয়ার্ল্ড ওয়ারে
নেতা কি না গিয়ে পারে?
সে তো আরও নিবেদিত প্রাণী!
শিক্ষিত, জবলেস
বাঁচাবে না তাকে দেশ
খালি পেটে গুলি সে না খেলে
নেতা তবে সাথে যাক
প‍্যারেডে ধমক খাক
দেখি-না, পা মেলে কি না মেলে

Wednesday, March 14, 2018

মারামারি

মারামারি
মুক্তিপ্রকাশ রায়

কেউ      আঁতে মারে
কেউ      ভাতে মারে
কেউ দিনে, কেউ মাঝরাতে মারে
খুনি       প্রাণে মারে
বাম       ডানে মারে
ডান ঠাস করে বাম কানে মারে
যারা      বিল-এ মারে
তিলে     তিলে মারে
চোর পুলিশে কখনও মিলে মারে
সাপ      বিষে মারে
ট্রাক      পিষে মারে
যারা হট তারা ফ্রেঞ্চ কিস-এ মারে

ভাগ‍্যিস ভালো আজও পাড়াপড়শিরা
শুধু মৃদু ফিসফিসে মারে

Monday, March 12, 2018

পার্থিব

পার্থিব
মুক্তিপ্রকাশ রায়

শিউলিফুল আমাকে ভয় দেখায় আজকাল
কাশফুল ভরসা দিতে থাকে

অধার্মিক ছেলের জন্য পুজো দেবে বলে
মা কখনও ... আর কক্ষনও মণ্ডপে যাবে না
অথচ ঝাপসা সহকর্মী ডেকে নেবেন
বাড়ির পুজোয়

মায়ের মৃত্যুর পর
আমাদের নবজন্ম হয়
মৃত্যু দক্ষ হাতে নাড়ি কেটে বলে
যা, সত‍্যিসত‍্যি চরে খা এবার

তখন পৃথিবীর ভয়ে আমরা কাঁদি
পৃথিবীই শেষমেশ রুমাল বাড়ায়

#মুক্তিপ্রকাশরায়
#পার্থিব

Saturday, March 10, 2018

সাপলুডো

সাপলুডো
মুক্তিপ্রকাশ রায়

কবিতা কি সাপলুডো?এত ওঠানামা!
মই? না কি সাপে খাবে?কী আছে কপালে!
জানে শুধু কাকাদেমি কে সোনা, কে তামা
গুলেবাঘ আছে কি না ভেড়াদের পালে

কোন কবি পোষ মানে জানে তা সাপুড়ে
কোন কবি ট্রাইবাল -- সাব-অলের ক্রেজ
কে মাচো সঙ্গী হবে উইক-এন্ড ট‍্যুরে
কবিতা ততটা ভালো যতটা ক্লিভেজ


আমি বৃথা মই খুঁজি, তেড়ে আসে সাপ
কবিতা পাহারা দেয় কবিতার বাপ


#মুক্তিপ্রকাশরায়
#সাপলুডো

Wednesday, March 7, 2018

বোধন

বোধন
মুক্তিপ্রকাশ রায়

দুধের বালতিতে
এখনও ডুবে যায়
জীবনদাত্রীর কন‍্যাদায়
এখনও আগুনে বা
অ‍্যাসিড-অক্ষরে
শরীরে আঁকা থাকে পণ-আদায়
তবে যে কারা বলে
ভারত ডিজিটাল
দুয়ারে সমাগত আচ্ছে দিন!
সে-কথা মেনে নেব
পথে যে-নির্ভয়া
কাটাবে নির্ভয়ে রাত যেদিন
নয়তো বৃথা এই
মঞ্চ, চিৎকার,
ভিক্ষা, অনুদান, প্রীতি ও শোক
হাতে না ওঠে যদি
শূলাদি প্রহরণ
ক্রোধে না জ্বলে ওঠে
তৃতীয় চোখ

#মুক্তিপ্রকাশরায়
#নারীদিবস