Saturday, April 22, 2017

বাস ১

বাস ১
মুক্তিপ্রকাশ রায়

হেডলাইট জ্বেলে দিতে
রাস্তায় গড়িয়ে নামল কনে-দেখা আলো;
হিসেবি কন্ডাক্টর পয়সাকড়ি বুঝে নিয়ে
তোমার পাশের সিট তুলে দিল নিরাপদ হাতে;
বাঁধানো রাস্তা ধরে উলু দিয়ে চলে গেল বাস

কালো ধোঁয়া ভেসে থাকল
আমার শরীর ঘিরে
অপমানের মতো কিছুক্ষণ

টিকিটবিহীন আমি,
একদিন দেখো, ঠিক
কালো বেড়ালের মতো রাস্তা কেটে যাব

('মুঠোভরা বালি' কাব্যগ্রন্থ, ২০১৩, 'ঘাট পত্রিকা'র উদ্যোগে প্রকাশিত)

No comments: