নিম্নচাপ ১
মুক্তিপ্রকাশ রায়
জলের উপরিতল দেখে বোঝা দায়
তার নীচে ডুবে গেছে পৃথিবীর অসমান মাটি
গুরুচণ্ডালি বৃষ্টিতে ডুবেছে কলকাতা
নর্দমা ছড়িয়ে গেছে
রাজনীতি অর্থনীতি কিছুই না মেনে
মহোল্লাসে হাঁটুজলে হা-ঘরে কিশোর
পেচ্ছাপ করছে, আর তার মূত্রস্রোত
অহংকারী চৌকাঠ দিয়ে
কলকাতা ঠেকাতে পারছে না
('ডুবসাঁতারের খেলা' কাব্যগ্রন্থে জানুয়ারি, ২০০৯-এ সংকলিত। 'সবুজ' পত্রিকার উদ্যোগে।)
মুক্তিপ্রকাশ রায়
জলের উপরিতল দেখে বোঝা দায়
তার নীচে ডুবে গেছে পৃথিবীর অসমান মাটি
গুরুচণ্ডালি বৃষ্টিতে ডুবেছে কলকাতা
নর্দমা ছড়িয়ে গেছে
রাজনীতি অর্থনীতি কিছুই না মেনে
মহোল্লাসে হাঁটুজলে হা-ঘরে কিশোর
পেচ্ছাপ করছে, আর তার মূত্রস্রোত
অহংকারী চৌকাঠ দিয়ে
কলকাতা ঠেকাতে পারছে না
('ডুবসাঁতারের খেলা' কাব্যগ্রন্থে জানুয়ারি, ২০০৯-এ সংকলিত। 'সবুজ' পত্রিকার উদ্যোগে।)
No comments:
Post a Comment