উপোসী বাংলা
মুক্তিপ্রকাশ রায়
তুমি প্রেম বলে ভেবে নিচ্ছ
পাতি অ্যাড্রিনালিন রাশ-কে
আমি সমকামী প্রেমপত্র
লিখি জীবনানন্দ দাশকে
তাই জানলার পাশে সন্ধ্যায়
বৃথা হাওয়া বয়ে যায় চৈতি
তুমি ভাবছ যখন চুম্বন
আমি মনেমনে রাজনৈতিক
আছি চুপচাপ সেজে নিরীহ
যেন প্রাইমারি টেট লক্ষ্য
আঁকা দেশের ভাগ্য কপালে
তুমি ভেবে নিলে বার্ধক্য
তুমি সন্দেহ জ্বেলে রাখছ
একা মনখারাপের জানলায়
যদি চাও তার সাথে দেখা হোক
এসো আমার উপোসী বাংলায়
('আশ্চর্য মলম' পত্রিকায় প্রকাশিত, ২০১৪)
মুক্তিপ্রকাশ রায়
তুমি প্রেম বলে ভেবে নিচ্ছ
পাতি অ্যাড্রিনালিন রাশ-কে
আমি সমকামী প্রেমপত্র
লিখি জীবনানন্দ দাশকে
তাই জানলার পাশে সন্ধ্যায়
বৃথা হাওয়া বয়ে যায় চৈতি
তুমি ভাবছ যখন চুম্বন
আমি মনেমনে রাজনৈতিক
আছি চুপচাপ সেজে নিরীহ
যেন প্রাইমারি টেট লক্ষ্য
আঁকা দেশের ভাগ্য কপালে
তুমি ভেবে নিলে বার্ধক্য
তুমি সন্দেহ জ্বেলে রাখছ
একা মনখারাপের জানলায়
যদি চাও তার সাথে দেখা হোক
এসো আমার উপোসী বাংলায়
('আশ্চর্য মলম' পত্রিকায় প্রকাশিত, ২০১৪)
No comments:
Post a Comment