দোল:২০১৮
মুক্তিপ্রকাশ রায়
শিমুলের রং টকটকে লাল
পলাশ একটু ফ্যাকাশে
বসন্ত জেগে কলেজের গেটে
একজাম, খাতা দেখা শেষ
হইহই করে দোল এসে গেল
মার্চের মাসপয়লা
কে ছিল, কে নেই, তবু দেখো সেই
আবীরে আবীরে ছয়লাপ
বোলপুর যাওয়া হয়নি, তবে হ্যাঁ
হলুদ শাড়িতে ঘরনি --
সেজে গালে ঠোনা মেরে বলে, বোকা
রবীন্দ্রনাথ পড়নি?
"দেখা হয় নাই চক্ষু মেলিয়া"
আজ দেখে চারিদিকে থ
এ-ঠোঁটে রুক্ষ খোয়াইয়ের মাটি
ও-চোখে শান্তিনিকেতন
#মুক্তিপ্রকাশরায়
মুক্তিপ্রকাশ রায়
শিমুলের রং টকটকে লাল
পলাশ একটু ফ্যাকাশে
বসন্ত জেগে কলেজের গেটে
একজাম, খাতা দেখা শেষ
হইহই করে দোল এসে গেল
মার্চের মাসপয়লা
কে ছিল, কে নেই, তবু দেখো সেই
আবীরে আবীরে ছয়লাপ
বোলপুর যাওয়া হয়নি, তবে হ্যাঁ
হলুদ শাড়িতে ঘরনি --
সেজে গালে ঠোনা মেরে বলে, বোকা
রবীন্দ্রনাথ পড়নি?
"দেখা হয় নাই চক্ষু মেলিয়া"
আজ দেখে চারিদিকে থ
এ-ঠোঁটে রুক্ষ খোয়াইয়ের মাটি
ও-চোখে শান্তিনিকেতন
#মুক্তিপ্রকাশরায়
No comments:
Post a Comment