Wednesday, March 7, 2018

বোধন

বোধন
মুক্তিপ্রকাশ রায়

দুধের বালতিতে
এখনও ডুবে যায়
জীবনদাত্রীর কন‍্যাদায়
এখনও আগুনে বা
অ‍্যাসিড-অক্ষরে
শরীরে আঁকা থাকে পণ-আদায়
তবে যে কারা বলে
ভারত ডিজিটাল
দুয়ারে সমাগত আচ্ছে দিন!
সে-কথা মেনে নেব
পথে যে-নির্ভয়া
কাটাবে নির্ভয়ে রাত যেদিন
নয়তো বৃথা এই
মঞ্চ, চিৎকার,
ভিক্ষা, অনুদান, প্রীতি ও শোক
হাতে না ওঠে যদি
শূলাদি প্রহরণ
ক্রোধে না জ্বলে ওঠে
তৃতীয় চোখ

#মুক্তিপ্রকাশরায়
#নারীদিবস

No comments: