এই গদ্যটা ২০১৬ সালের জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে লেখা। আরামবাগ স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের স্মরণিকায় (ইদানীং ) প্রকাশের জন্য। উপরে দেওয়া লিংকটায় ক্লিক করুন।
Tuesday, October 25, 2016
Saturday, October 22, 2016
ট্র্যাফিক রুল
ট্র্যাফিক রুল
মুক্তিপ্রকাশ রায়
পথেপথে দাঁড় করিয়ে দিয়েছ রক্তচোখ
আমাদের কী লাভ হল তবে
চওড়া পথে নেমে?
আর কতদিন সেকেন্ড গিয়ারে রেখে
শরিয়তি স্পিডব্রেকার শাসন করবে আমাদের?
ওই দেখো ট্র্যাফিক সিগনালে
পেচ্ছাপ করে গেল রাস্তার কুকুর
মুক্তিপ্রকাশ রায়
পথেপথে দাঁড় করিয়ে দিয়েছ রক্তচোখ
আমাদের কী লাভ হল তবে
চওড়া পথে নেমে?
আর কতদিন সেকেন্ড গিয়ারে রেখে
শরিয়তি স্পিডব্রেকার শাসন করবে আমাদের?
ওই দেখো ট্র্যাফিক সিগনালে
পেচ্ছাপ করে গেল রাস্তার কুকুর
Thursday, October 20, 2016
অসুখ
অসুখ
মুক্তিপ্রকাশ রায়
অসুখেরও বিকিরণ হয়
অসুখ আলোর মতো জ্বলে ওঠে কবির শিয়রে
সে-আলোয় পৃথিবীতে
সালোকসংশ্লেষ হয়ে থাকে
অসুখ আসলে খুব ভ্রমণপিপাসু
ভালোবাসাতেও তার
বেশিদিন সংসার টেকে না
মার্কো পোলোর মতো, শঙ্করের মতো সে যখন দেশান্তরে যায়
অন্ধদের ভাষায় তাকে
সংক্রমণ বলা হয়ে থাকে
মুক্তিপ্রকাশ রায়
অসুখেরও বিকিরণ হয়
অসুখ আলোর মতো জ্বলে ওঠে কবির শিয়রে
সে-আলোয় পৃথিবীতে
সালোকসংশ্লেষ হয়ে থাকে
অসুখ আসলে খুব ভ্রমণপিপাসু
ভালোবাসাতেও তার
বেশিদিন সংসার টেকে না
মার্কো পোলোর মতো, শঙ্করের মতো সে যখন দেশান্তরে যায়
অন্ধদের ভাষায় তাকে
সংক্রমণ বলা হয়ে থাকে
Labels:
asukh,
bangla kobita,
bengali poem,
disease,
muktiprakash roy,
অসুখ
টেবিল
টেবিল
মুক্তিপ্রকাশ রায়
মাঝখানে টেবিল থাকলে
পরিচিত মুখগুলো
পরস্পরকে চিনতে পারে না
টেবিল ঢালু হয়ে যায়
আত্মপ্রসাদ থেকে চুঁইয়ে নামে প্রসাদ
অন্যদিকে জীবেরা ঊর্ধ্বমুখ
এবং জিবেরা
প্রত্যাশায় টানটান
অরণ্যে যেহেতু কোনও টেবিল থাকে না,
টেবিল তৈরির দিন ঈশ্বরের মৃত্যু এবং
সভ্যতার সূত্রপাত হয়
মুক্তিপ্রকাশ রায়
মাঝখানে টেবিল থাকলে
পরিচিত মুখগুলো
পরস্পরকে চিনতে পারে না
টেবিল ঢালু হয়ে যায়
আত্মপ্রসাদ থেকে চুঁইয়ে নামে প্রসাদ
অন্যদিকে জীবেরা ঊর্ধ্বমুখ
এবং জিবেরা
প্রত্যাশায় টানটান
অরণ্যে যেহেতু কোনও টেবিল থাকে না,
টেবিল তৈরির দিন ঈশ্বরের মৃত্যু এবং
সভ্যতার সূত্রপাত হয়
Labels:
bangla kobita,
bengali poem,
muktiprakash roy,
Table
Sunday, October 16, 2016
ডিলান, নোবেল এবং কয়েকটি কাক
ডিলান, নোবেল ও কয়েকটি কাক
মুক্তিপ্রকাশ রায়
কে পেল নোবেল প্রাইজ
কে পেল পদ্মভূষণ
এ-সবে চমকাবে কে?
ফালতু শব্দদূষণ!
চাইলেই আমরা পেতুম
সে নেহাত ধার ধারি না
পুঁজিবাদ এড়িয়ে চলি
মার্কসের চাপদাড়ি না
চা-ঠেকে ঠিক করে দি
ববি-তে সাহিত্য নেই
চাটে কে কাজের জুতো?
লাভ নেই স্থায়িত্ব নেই
গাছে নো- বেল পেকেছে
মিডিয়ায় কাকের বাইট
এবিপি-র সুমন জানে
এও এক ট্যালেন্ট, রাইট?
ল্যাদে যুগ পার করে দি
দাও বা না দাও কুশন
ল্যাঙে নো- বেল দেবে না?
অন্তত পদ্মভূষণ?
মুক্তিপ্রকাশ রায়
কে পেল নোবেল প্রাইজ
কে পেল পদ্মভূষণ
এ-সবে চমকাবে কে?
ফালতু শব্দদূষণ!
চাইলেই আমরা পেতুম
সে নেহাত ধার ধারি না
পুঁজিবাদ এড়িয়ে চলি
মার্কসের চাপদাড়ি না
চা-ঠেকে ঠিক করে দি
ববি-তে সাহিত্য নেই
চাটে কে কাজের জুতো?
লাভ নেই স্থায়িত্ব নেই
গাছে নো- বেল পেকেছে
মিডিয়ায় কাকের বাইট
এবিপি-র সুমন জানে
এও এক ট্যালেন্ট, রাইট?
ল্যাদে যুগ পার করে দি
দাও বা না দাও কুশন
ল্যাঙে নো- বেল দেবে না?
অন্তত পদ্মভূষণ?
Subscribe to:
Posts (Atom)