ডিলান, নোবেল ও কয়েকটি কাক
মুক্তিপ্রকাশ রায়
কে পেল নোবেল প্রাইজ
কে পেল পদ্মভূষণ
এ-সবে চমকাবে কে?
ফালতু শব্দদূষণ!
চাইলেই আমরা পেতুম
সে নেহাত ধার ধারি না
পুঁজিবাদ এড়িয়ে চলি
মার্কসের চাপদাড়ি না
চা-ঠেকে ঠিক করে দি
ববি-তে সাহিত্য নেই
চাটে কে কাজের জুতো?
লাভ নেই স্থায়িত্ব নেই
গাছে নো- বেল পেকেছে
মিডিয়ায় কাকের বাইট
এবিপি-র সুমন জানে
এও এক ট্যালেন্ট, রাইট?
ল্যাদে যুগ পার করে দি
দাও বা না দাও কুশন
ল্যাঙে নো- বেল দেবে না?
অন্তত পদ্মভূষণ?
মুক্তিপ্রকাশ রায়
কে পেল নোবেল প্রাইজ
কে পেল পদ্মভূষণ
এ-সবে চমকাবে কে?
ফালতু শব্দদূষণ!
চাইলেই আমরা পেতুম
সে নেহাত ধার ধারি না
পুঁজিবাদ এড়িয়ে চলি
মার্কসের চাপদাড়ি না
চা-ঠেকে ঠিক করে দি
ববি-তে সাহিত্য নেই
চাটে কে কাজের জুতো?
লাভ নেই স্থায়িত্ব নেই
গাছে নো- বেল পেকেছে
মিডিয়ায় কাকের বাইট
এবিপি-র সুমন জানে
এও এক ট্যালেন্ট, রাইট?
ল্যাদে যুগ পার করে দি
দাও বা না দাও কুশন
ল্যাঙে নো- বেল দেবে না?
অন্তত পদ্মভূষণ?
No comments:
Post a Comment