Thursday, October 20, 2016

অসুখ

অসুখ
মুক্তিপ্রকাশ রায়

অসুখেরও বিকিরণ হয়
অসুখ আলোর মতো জ্বলে ওঠে কবির শিয়রে
সে-আলোয় পৃথিবীতে
সালোকসংশ্লেষ হয়ে থাকে

অসুখ আসলে খুব ভ্রমণপিপাসু
ভালোবাসাতেও তার
বেশিদিন সংসার টেকে না

মার্কো পোলোর মতো, শঙ্করের মতো সে যখন দেশান্তরে যায়
অন্ধদের ভাষায় তাকে
সংক্রমণ বলা হয়ে থাকে

No comments: