অসুখ
মুক্তিপ্রকাশ রায়
অসুখেরও বিকিরণ হয়
অসুখ আলোর মতো জ্বলে ওঠে কবির শিয়রে
সে-আলোয় পৃথিবীতে
সালোকসংশ্লেষ হয়ে থাকে
অসুখ আসলে খুব ভ্রমণপিপাসু
ভালোবাসাতেও তার
বেশিদিন সংসার টেকে না
মার্কো পোলোর মতো, শঙ্করের মতো সে যখন দেশান্তরে যায়
অন্ধদের ভাষায় তাকে
সংক্রমণ বলা হয়ে থাকে
মুক্তিপ্রকাশ রায়
অসুখেরও বিকিরণ হয়
অসুখ আলোর মতো জ্বলে ওঠে কবির শিয়রে
সে-আলোয় পৃথিবীতে
সালোকসংশ্লেষ হয়ে থাকে
অসুখ আসলে খুব ভ্রমণপিপাসু
ভালোবাসাতেও তার
বেশিদিন সংসার টেকে না
মার্কো পোলোর মতো, শঙ্করের মতো সে যখন দেশান্তরে যায়
অন্ধদের ভাষায় তাকে
সংক্রমণ বলা হয়ে থাকে
No comments:
Post a Comment