Thursday, October 20, 2016

টেবিল

টেবিল
মুক্তিপ্রকাশ রায়

মাঝখানে টেবিল থাকলে
পরিচিত মুখগুলো
পরস্পরকে চিনতে পারে না

টেবিল ঢালু হয়ে যায়
আত্মপ্রসাদ থেকে চুঁইয়ে নামে প্রসাদ
অন্যদিকে জীবেরা ঊর্ধ্বমুখ
এবং জিবেরা
প্রত্যাশায় টানটান

অরণ্যে যেহেতু কোনও টেবিল থাকে না,
টেবিল তৈরির দিন ঈশ্বরের মৃত্যু এবং
সভ্যতার সূত্রপাত হয়

No comments: