সুশীলধর্ম
মুক্তিপ্রকাশ রায়
কোনও দাঙ্গায় মরে না মন্ত্রী
মরে না এমপি-এমএলএ
মোল্লা-পুরুত মরার খবর
এসব কি সহজে মেলে?
নিরাপদে এঁরা সনাতন পথে
সহি ধর্মের দাবা-তে
বোড়ে দিয়ে বোড়ে নিকেশ করেন
হাঘরের হাতে হাভাতে
প্রশাসন না কি ভাবাবেগ রাখি
কঠিন বড়ো এ-অঙ্ক
রাজধর্মের হাত টেনে ধরে
ভোটবাক্সের সংকোচ
পুলিশের কাজ পুলিশ করবে
কেস দেবে লরি-বাইকে
ফেসবুকে লিখে জেলে যাবে কেউ
কেউ বা নিরীহ like-এ
আমিও ভাবছি চুপ থাকা ভালো
খরা-বন্যায়, রায়টে
বেহালা বাজাব নিরোর মতন
যদি বা কখনও বাই ওঠে
মুক্তিপ্রকাশ রায়
কোনও দাঙ্গায় মরে না মন্ত্রী
মরে না এমপি-এমএলএ
মোল্লা-পুরুত মরার খবর
এসব কি সহজে মেলে?
নিরাপদে এঁরা সনাতন পথে
সহি ধর্মের দাবা-তে
বোড়ে দিয়ে বোড়ে নিকেশ করেন
হাঘরের হাতে হাভাতে
প্রশাসন না কি ভাবাবেগ রাখি
কঠিন বড়ো এ-অঙ্ক
রাজধর্মের হাত টেনে ধরে
ভোটবাক্সের সংকোচ
পুলিশের কাজ পুলিশ করবে
কেস দেবে লরি-বাইকে
ফেসবুকে লিখে জেলে যাবে কেউ
কেউ বা নিরীহ like-এ
আমিও ভাবছি চুপ থাকা ভালো
খরা-বন্যায়, রায়টে
বেহালা বাজাব নিরোর মতন
যদি বা কখনও বাই ওঠে
No comments:
Post a Comment