Wednesday, July 5, 2017

হঠকারীদের প্রতি Hothokarider Proti

হঠকারীদের প্রতি
মুক্তিপ্রকাশ রায়

আয় না, আমার মাথায় চড়
পাইয়ে দেব, ধৈর্য ধর
কাজের খোঁজে বেকুব ঘোরে
ভাতায় খুশি ধুরন্ধর

যুবক পাবে পাড়ায় জিম
ভোটের ক'দিন পাড়লে ডিম
খুর চালালে বোনাস পাবে
সস্তাদরে শেভিং ক্রিম

দুধের সঙ্গে মর্তমান
রোজ খাওয়াব, শর্ত মান
দেখবে সবাই সাপের খেলা
বনগাঁ থেকে বর্ধমান

স্বর্গে আছিস, বেহস্তে
করবি আদাব, নমস্তে
তা নয়, শেষে ছোবল দিলি
বিপত্তারণ শ্রীহস্তে!

নৌকো করিস টালমাটাল
ডুবলে আমি, বুঝবি বাল-
-খিল‍্যরা সব, কে বাঁচাবে
কালকে তোদের? রাজ‍্যপাল?


No comments: