শিশুদিবসের প্রার্থনা: ২০১৭
মুক্তিপ্রকাশ রায়
ধমক দিলে মুচকি হাসে
বাঁধতে গেলে উধাও
উসকে দিলেও জ্বালায়, আবার
জ্বলবে যদি ফুঁ দাও
গোল্লা পেলে ঘোর বেহায়া
তোল্লা পেলে ব্লাশিং
কাণ্ড দেখে সবাই ভাবে
লেজ কেন নেই, বা শিং
পদ মানে না, ছক জানে না
বিপদ ডাকা স্বভাব
বিজ্ঞজনে বোঝায় তবু
কাটছে না এই raw ভাব
এমন শিশুই আসল শিশু
যার বাড়ে না বয়স
যায় আসে না আজ যদি তুই
ষাট অথবা ছয় হোস
জীবন আলিবাবার গুহা
রোজ সে শিশু অবাক
এমন শিশু এমন দিনে
সব বিষয়ে 'ক' পাক
মুক্তিপ্রকাশ রায়
ধমক দিলে মুচকি হাসে
বাঁধতে গেলে উধাও
উসকে দিলেও জ্বালায়, আবার
জ্বলবে যদি ফুঁ দাও
গোল্লা পেলে ঘোর বেহায়া
তোল্লা পেলে ব্লাশিং
কাণ্ড দেখে সবাই ভাবে
লেজ কেন নেই, বা শিং
পদ মানে না, ছক জানে না
বিপদ ডাকা স্বভাব
বিজ্ঞজনে বোঝায় তবু
কাটছে না এই raw ভাব
এমন শিশুই আসল শিশু
যার বাড়ে না বয়স
যায় আসে না আজ যদি তুই
ষাট অথবা ছয় হোস
জীবন আলিবাবার গুহা
রোজ সে শিশু অবাক
এমন শিশু এমন দিনে
সব বিষয়ে 'ক' পাক
No comments:
Post a Comment