Monday, November 27, 2017

সুইসাইড নোট

সুইসাইড নোট
মুক্তিপ্রকাশ রায়

মৃত‍্যু এক মিথ‍্যে কথা ... জীবনের মতো

কবে কোন নক্ষত্র গা ঝাড়া দিয়েছিল বলে
তুমি আজ অনুরূপ উপেক্ষা শিখেছ
কবে কোন এককোষী অতৃপ্ত রয়ে গেছে বলে
আজ আমি প্রেমে পড়েছি তোমার

কয়েক মুহূর্ত পরে চুম্বকে লোহায়
আমাদের গল্প রয়ে যাবে
কোনও এক পরাগের অনুক্ত কামনার নীচে
থেকে যাবে
যাবতীয় প্রেমের কবিতা

No comments: