একটি ঝিল ও এক যুবক
মুক্তিপ্রকাশ রায়
দ্যাখো, পুড়ে যাচ্ছে।
শূন্যতায় জ্বলতে জ্বলতে ছুটে যাচ্ছে নিষ্ফল
পাথরের পরিদের কাছে
তুমি ওকে ক্ষমা কোরো অযাচিত ঝিল
আগুনে পুড়তে পুড়তে কেউই
জলের গভীরতা মাপতে পারে না
কলসি উপুড় করা পরিটিও তো ভাবেনি
সকলই অনিত্য, যথা জমিদারি ... কলসের জল
এবার তোমার কাছে মুখ পুড়িয়ে এলে
তুমি ওকে অভিমানে ফিরিয়ে দিয়ো না
সংশয় আছে ... থাকে ...
সংশয় অপরাধ নয়;
যেমন
সব লেখা স্পষ্ট হওয়ার জন্য জন্ম নেয়নি
সংশয় মিটে গেলে
তাকে আর কবিতা বলে না
মুক্তিপ্রকাশ রায়
দ্যাখো, পুড়ে যাচ্ছে।
শূন্যতায় জ্বলতে জ্বলতে ছুটে যাচ্ছে নিষ্ফল
পাথরের পরিদের কাছে
তুমি ওকে ক্ষমা কোরো অযাচিত ঝিল
আগুনে পুড়তে পুড়তে কেউই
জলের গভীরতা মাপতে পারে না
কলসি উপুড় করা পরিটিও তো ভাবেনি
সকলই অনিত্য, যথা জমিদারি ... কলসের জল
এবার তোমার কাছে মুখ পুড়িয়ে এলে
তুমি ওকে অভিমানে ফিরিয়ে দিয়ো না
সংশয় আছে ... থাকে ...
সংশয় অপরাধ নয়;
যেমন
সব লেখা স্পষ্ট হওয়ার জন্য জন্ম নেয়নি
সংশয় মিটে গেলে
তাকে আর কবিতা বলে না
No comments:
Post a Comment