সরস্বতীপুজো: ২০১৮
মুক্তিপ্রকাশ রায়
আগে টিনটিন ছিল
আর আলাদিন ছিল
তারপরে মা তোমার
কাছে কিছু ঋণ ছিল
ডান্সে নাগিন ছিল
ব্লু ডেনিম জিনস ছিল
গরম খিচুড়ি ছিল
তাতে সয়্যাবিন ছিল
ভিড়ে চোখ চিনছিল
বুকে চিনচিন ছিল
হলুদ শাড়িরা পথে
টোপাকুল কিনছিল
আমাদেরও দিন ছিল
"ডোন্ট মেক আ সিন" ছিল
"আই লাভ য়্যু"-র পরে
"হোয়াট ডু য়্যু মিন?" ছিল
#মুক্তিপ্রকাশরায়
No comments:
Post a Comment