ভোট এলে
মুক্তিপ্রকাশ রায়
ভোট আসে মাঝেমাঝে
আমাদের পাড়াতে
কেউ বাঁধে বোমা, কেউ
শান দেয় খাঁড়াতে
কেউ চায় ঝাড়পিট
কেউ তার বিরোধী
কেউ চায় -- যারা আছে
তারা থাক চিরদিন
টেনশনে রাত জাগে
সরকারি চাকুরে
ফেঁসে গিয়ে নিজ হাতে
এ-কবরটা খুঁড়ে
লাভ কী বা এই সাদা
কলারের মাঞ্জায়
ভোটে যদি ঘোঁট পাকে?
চোট লেগে প্রাণ যায়?
গণতান্ত্রিক দেশে
একনলা দোনলা
ভোট দেয়, ভোট নেয়
কোথাও বা কোনও লাশ
অপলক চোখে দ্যাখে
এ-পাড়া ও-পাড়াতে
সিসে হয়ে ঢুকে যায়
ভোট শিরদাঁড়াতে
মুক্তিপ্রকাশ রায়
ভোট আসে মাঝেমাঝে
আমাদের পাড়াতে
কেউ বাঁধে বোমা, কেউ
শান দেয় খাঁড়াতে
কেউ চায় ঝাড়পিট
কেউ তার বিরোধী
কেউ চায় -- যারা আছে
তারা থাক চিরদিন
টেনশনে রাত জাগে
সরকারি চাকুরে
ফেঁসে গিয়ে নিজ হাতে
এ-কবরটা খুঁড়ে
লাভ কী বা এই সাদা
কলারের মাঞ্জায়
ভোটে যদি ঘোঁট পাকে?
চোট লেগে প্রাণ যায়?
গণতান্ত্রিক দেশে
একনলা দোনলা
ভোট দেয়, ভোট নেয়
কোথাও বা কোনও লাশ
অপলক চোখে দ্যাখে
এ-পাড়া ও-পাড়াতে
সিসে হয়ে ঢুকে যায়
ভোট শিরদাঁড়াতে
No comments:
Post a Comment