সুযোগ: অক্টোবর ২০১৭
মুক্তিপ্রকাশ রায়
এসব আসলে কিছু নয়
অকাজের কিছুটা সময়
নিজেরই পকেট কেটে চুরি
পাঁচিলের জবাব হাতুড়ি
কিছু ফেনা, কিছু বুদ্বুদও
নদীর খেয়ালে উদ্ভূত
আতসবাজির মতো আলো
আমাদের ম্যাজিক শেখাল
আমাদের প্রেমে ও প্রমাদে
সহনে অথবা প্রতিবাদে
এসব আসলে কিছু নয়
সুযোগে উপচে যেতে হয়
মুক্তিপ্রকাশ রায়
এসব আসলে কিছু নয়
অকাজের কিছুটা সময়
নিজেরই পকেট কেটে চুরি
পাঁচিলের জবাব হাতুড়ি
কিছু ফেনা, কিছু বুদ্বুদও
নদীর খেয়ালে উদ্ভূত
আতসবাজির মতো আলো
আমাদের ম্যাজিক শেখাল
আমাদের প্রেমে ও প্রমাদে
সহনে অথবা প্রতিবাদে
এসব আসলে কিছু নয়
সুযোগে উপচে যেতে হয়
No comments:
Post a Comment