Friday, October 6, 2017

কবিতার জন্ম

কবিতার জন্ম
মুক্তিপ্রকাশ রায়

কথাগুলো উবে যায় কথোপকথনে

শব্দেরা হালকা হয়ে
গ‍্যাসবেলুনের মতো উড়ে যায় ভুল ঠিকানায়

গেরস্থালি ধৈর্য নিয়ে
একা-থাকা পেতে রাখে কেউ
ঘরোয়া দইয়ের মতো না-বলা কথারা
জমাট কবিতা হয়ে ওঠে

নীরবতা কবিতার জন্ম দেয় বলে
ঘুমন্ত শিশুর চেয়ে সফল কবিতা
          আজও কেউ লিখতে পারেনি

No comments: