Tuesday, December 5, 2017

আত্মরক্ষা

আত্মরক্ষা
মুক্তিপ্রকাশ রায়

দোষীর বিচারে যাব, সাজাও আমাকে
বিবেকের মতো, যেন সাক্ষাৎ শমন
অপরাধী দুঃস্বপ্নে ভাই বলে ডাকে
                                 
খড়্গাঘাতে লেখা হবে সন্দেহাতীত অস্বীকার

ভয় হয়, তাই এই ভয় দেখাবার আয়োজন
নিজেকে রশিতে বাঁধি সভ‍্যতার দৃঢ় মাস্তুলে
সে তত নিষ্পাপ যার হাতে যত নিষ্ঠুর বিচার
গলানো মোমের মতো কর্ণকুহরে ঢালি
জনতার অবোধ গর্জন

প্রিয় , আর দেরি নয়, তর্জনী উঠেছে দিকেদিকে
আমার দায়ের নীচে রাখো তুমি ছাগশিশুটিকে

No comments: