Thursday, September 7, 2017

কুকুর-কেত্তন

কুকুর-কেত্তন
মুক্তিপ্রকাশ রায়

কেউ লেজ নাড়ে, কেউ বা একটু তেড়িয়া
কেউ হাবেভাবে বিলিতি, কেউ বা নেড়ি আর
ঘেউঘেউ করে। তবুও এ মাহ ভাদরে
পথঘাট তারা ভরিয়ে তুলছে আদরে
পোষা বা না-পোষা, অথবা ছাপোষা কত দল
কুকুরেরা এসে চেটে দিয়ে গেল পদতল
হাড্ডিতে খুশি, নাই থাক তাতে মাংস
মালিকের দয়া, ডিনারের ভগ্নাংশ
কুকুরেরা নাকি বোঝে না সহজ অঙ্ক
হাড্ডি না পেলে খ‍্যাঁক, ব‍্যস জলাতঙ্ক
তাই হয় যদি আজ নয় কিছু হোক লস
পোষা কুকুরের চাই চকচকে বকলস
এঁটোকাঁটা পেলে ঠিক পিছু নেবে ডগিরা
ইঞ্জিনপিছু যেমন রেলের বগি-রা

No comments: