Thursday, September 14, 2017

বিসর্জনের পর ২

বিসর্জনের পর ২
মুক্তিপ্রকাশ রায়

মা যখন গনগনে আলো হয়ে গেল
আমি বুঝলাম -- আমার জীবনে
এরপর অন্ধকার কত গাঢ় হবে

কাঁকড়া তো নিরীহ প্রাণী, খুব ভিতু, মানুষই বরং
তৃপ্তিসহকারে তার লাজুক মাংস খেয়ে থাকে
আসলে কাঁকড়া নয়
আমাদের কড়িকাঠে উই লেগেছিল

আমি দেখলাম
ঝাড়েবংশে উইপোকা পুড়ে যাচ্ছে মায়ের আগুনে
রোগমুক্ত মা যখন দপ করে সোনা হয়ে গেল
বললাম, সাবধানে যেয়ো

No comments: