বাসাবদল
মুক্তিপ্রকাশ রায়
ডাক্তার বললেন, পুজোর আগেই
মায়ের নতুন বাড়ি হবে;
যে-ঘরটা ভেঙে পড়ছে
সে-ঘরে তোমায় আর থাকতে হবে না, মা
তোমার অযোগ্য ছেলে
পুরোনো বাড়ির সামনে অশ্রুবিসর্জন ছাড়া
কিছুই পারেনি;
ভালোই হয়েছে তুমি বেরিয়ে এসেছ; কাল
অভঙ্গুর ছাদের আশ্রয়ে
অন্য কাউকে ভাত মেখে দিয়ো
পুজো আসছে,
বদভ্যাসে তোমাকেই ডাকতে ডাকতে
আমাদের ছোটোনদীতীরে ফুটে উঠল কাশ;
বুঝলাম এইমাত্র গৃহপ্রবেশ হয়ে গেল
মুক্তিপ্রকাশ রায়
ডাক্তার বললেন, পুজোর আগেই
মায়ের নতুন বাড়ি হবে;
যে-ঘরটা ভেঙে পড়ছে
সে-ঘরে তোমায় আর থাকতে হবে না, মা
তোমার অযোগ্য ছেলে
পুরোনো বাড়ির সামনে অশ্রুবিসর্জন ছাড়া
কিছুই পারেনি;
ভালোই হয়েছে তুমি বেরিয়ে এসেছ; কাল
অভঙ্গুর ছাদের আশ্রয়ে
অন্য কাউকে ভাত মেখে দিয়ো
পুজো আসছে,
বদভ্যাসে তোমাকেই ডাকতে ডাকতে
আমাদের ছোটোনদীতীরে ফুটে উঠল কাশ;
বুঝলাম এইমাত্র গৃহপ্রবেশ হয়ে গেল
1 comment:
Darun mukti
Post a Comment