Saturday, March 10, 2018

সাপলুডো

সাপলুডো
মুক্তিপ্রকাশ রায়

কবিতা কি সাপলুডো?এত ওঠানামা!
মই? না কি সাপে খাবে?কী আছে কপালে!
জানে শুধু কাকাদেমি কে সোনা, কে তামা
গুলেবাঘ আছে কি না ভেড়াদের পালে

কোন কবি পোষ মানে জানে তা সাপুড়ে
কোন কবি ট্রাইবাল -- সাব-অলের ক্রেজ
কে মাচো সঙ্গী হবে উইক-এন্ড ট‍্যুরে
কবিতা ততটা ভালো যতটা ক্লিভেজ


আমি বৃথা মই খুঁজি, তেড়ে আসে সাপ
কবিতা পাহারা দেয় কবিতার বাপ


#মুক্তিপ্রকাশরায়
#সাপলুডো

No comments: