Saturday, March 17, 2018

বাধ‍্যবাধকতা

বাধ্যবাধকতা
মুক্তিপ্রকাশ রায়

এইভাবে তুই বাঁচতে বাধ্য
এই সুরে তুই নাচতে বাধ্য
গণতন্ত্রের অর্থ বোঝা
একটু এখন কষ্টসাধ্য

দেশপ্রেমকে গিলতে বাধ‍্য
(মাথাতে একচিলতে ছাদ তো!)
এখন মন্ত্রী ঠিক করে দেন
কোনটা হালাল, কী অখাদ্য

করের টাকা গুনতে বাধ‍্য
মিথ্যে কথাও শুনতে বাধ্য
আর যেটুকু বলতে পেলি
ওটা নিছক আর্তনাদ তো

No comments: