বাধ্যবাধকতা
মুক্তিপ্রকাশ রায়
এইভাবে তুই বাঁচতে বাধ্য
এই সুরে তুই নাচতে বাধ্য
গণতন্ত্রের অর্থ বোঝা
একটু এখন কষ্টসাধ্য
দেশপ্রেমকে গিলতে বাধ্য
(মাথাতে একচিলতে ছাদ তো!)
এখন মন্ত্রী ঠিক করে দেন
কোনটা হালাল, কী অখাদ্য
করের টাকা গুনতে বাধ্য
মিথ্যে কথাও শুনতে বাধ্য
আর যেটুকু বলতে পেলি
ওটা নিছক আর্তনাদ তো
মুক্তিপ্রকাশ রায়
এইভাবে তুই বাঁচতে বাধ্য
এই সুরে তুই নাচতে বাধ্য
গণতন্ত্রের অর্থ বোঝা
একটু এখন কষ্টসাধ্য
দেশপ্রেমকে গিলতে বাধ্য
(মাথাতে একচিলতে ছাদ তো!)
এখন মন্ত্রী ঠিক করে দেন
কোনটা হালাল, কী অখাদ্য
করের টাকা গুনতে বাধ্য
মিথ্যে কথাও শুনতে বাধ্য
আর যেটুকু বলতে পেলি
ওটা নিছক আর্তনাদ তো
No comments:
Post a Comment