মারামারি
মুক্তিপ্রকাশ রায়
কেউ আঁতে মারে
কেউ ভাতে মারে
কেউ দিনে, কেউ মাঝরাতে মারে
খুনি প্রাণে মারে
বাম ডানে মারে
ডান ঠাস করে বাম কানে মারে
যারা বিল-এ মারে
তিলে তিলে মারে
চোর পুলিশে কখনও মিলে মারে
সাপ বিষে মারে
ট্রাক পিষে মারে
যারা হট তারা ফ্রেঞ্চ কিস-এ মারে
ভাগ্যিস ভালো আজও পাড়াপড়শিরা
শুধু মৃদু ফিসফিসে মারে
মুক্তিপ্রকাশ রায়
কেউ আঁতে মারে
কেউ ভাতে মারে
কেউ দিনে, কেউ মাঝরাতে মারে
খুনি প্রাণে মারে
বাম ডানে মারে
ডান ঠাস করে বাম কানে মারে
যারা বিল-এ মারে
তিলে তিলে মারে
চোর পুলিশে কখনও মিলে মারে
সাপ বিষে মারে
ট্রাক পিষে মারে
যারা হট তারা ফ্রেঞ্চ কিস-এ মারে
ভাগ্যিস ভালো আজও পাড়াপড়শিরা
শুধু মৃদু ফিসফিসে মারে
No comments:
Post a Comment