পার্থিব
মুক্তিপ্রকাশ রায়
শিউলিফুল আমাকে ভয় দেখায় আজকাল
কাশফুল ভরসা দিতে থাকে
অধার্মিক ছেলের জন্য পুজো দেবে বলে
মা কখনও ... আর কক্ষনও মণ্ডপে যাবে না
অথচ ঝাপসা সহকর্মী ডেকে নেবেন
বাড়ির পুজোয়
মায়ের মৃত্যুর পর
আমাদের নবজন্ম হয়
মৃত্যু দক্ষ হাতে নাড়ি কেটে বলে
যা, সত্যিসত্যি চরে খা এবার
তখন পৃথিবীর ভয়ে আমরা কাঁদি
পৃথিবীই শেষমেশ রুমাল বাড়ায়
#মুক্তিপ্রকাশরায়
#পার্থিব
মুক্তিপ্রকাশ রায়
শিউলিফুল আমাকে ভয় দেখায় আজকাল
কাশফুল ভরসা দিতে থাকে
অধার্মিক ছেলের জন্য পুজো দেবে বলে
মা কখনও ... আর কক্ষনও মণ্ডপে যাবে না
অথচ ঝাপসা সহকর্মী ডেকে নেবেন
বাড়ির পুজোয়
মায়ের মৃত্যুর পর
আমাদের নবজন্ম হয়
মৃত্যু দক্ষ হাতে নাড়ি কেটে বলে
যা, সত্যিসত্যি চরে খা এবার
তখন পৃথিবীর ভয়ে আমরা কাঁদি
পৃথিবীই শেষমেশ রুমাল বাড়ায়
#মুক্তিপ্রকাশরায়
#পার্থিব
No comments:
Post a Comment