জলাঞ্জলি
মুক্তিপ্রকাশ রায়
ভেলা জলে ভাসে, ফেরি যায়-আসে
বিজ্ঞান জানে -- প্লবতা
তবু নৌকায় ঠিক বোঝা যায়
জলের মহানুভবতা
জল ঘিরে থাকে জন্মেরও আগে
জল অভিমুখে শেষটান
জিভে, নদীচরে, গাছেরও শিকড়ে
একইরকমের তেষ্টা
তিনভাগ জলে মাটি ভেসে চলে
নীল চেনা এক গ্রহ তা
যেরকম প্রাণ চির-চলমান
কেউ কেউ বলে বহতা
মুক্তিপ্রকাশ রায়
ভেলা জলে ভাসে, ফেরি যায়-আসে
বিজ্ঞান জানে -- প্লবতা
তবু নৌকায় ঠিক বোঝা যায়
জলের মহানুভবতা
জল ঘিরে থাকে জন্মেরও আগে
জল অভিমুখে শেষটান
জিভে, নদীচরে, গাছেরও শিকড়ে
একইরকমের তেষ্টা
তিনভাগ জলে মাটি ভেসে চলে
নীল চেনা এক গ্রহ তা
যেরকম প্রাণ চির-চলমান
কেউ কেউ বলে বহতা
No comments:
Post a Comment