Saturday, March 17, 2018

হাম ভি মিলিটারি

#মুক্তিপ্রকাশরায়

একটি আইন লাগু হতে চলেছে। সরকারি চাকরি পেতে হলে এরপর হয়তো পাঁচবছর মিলিটারি সার্ভিসের অভিজ্ঞতা লাগবে। সেই প্রসঙ্গে কয়েকটি লাইন।

হাম ভি মিলিটারি
মুক্তিপ্রকাশ রায়

প্রভু, ছিপছিপে রেখো
মিলিটারি জিপে রেখো
পোস্টিং দিয়ো সিয়াচেনে
রাজার যা কিছু দাবি
সকলই মেটাব ভাবি
বলব, নে, আর কী আছে নে
ফ্রন্টে শেখাব টেনস
বেড়ে যাবে সাসপেন্স
বার খেলে আমি কী না পারি?
হোক না আইন লাগু
করে লসাগু গসাগু
আমি হব সেরা মিলিটারি
তবু পথে, মোড়ে, বাঁকে
সংশয় পিছু ডাকে
মাস্টার অথবা কেরানি
যদি যায় ওয়ার্ল্ড ওয়ারে
নেতা কি না গিয়ে পারে?
সে তো আরও নিবেদিত প্রাণী!
শিক্ষিত, জবলেস
বাঁচাবে না তাকে দেশ
খালি পেটে গুলি সে না খেলে
নেতা তবে সাথে যাক
প‍্যারেডে ধমক খাক
দেখি-না, পা মেলে কি না মেলে

No comments: