সাফাই
মুক্তিপ্রকাশ রায়
সবাই জানে -- হিন্দু ছাড়া আর সকলে রাক্ষস
সবাই জানে -- মুমিন ছাড়া অন্য সবাই কাফের
অস্ত্র তো নয়, ফুলঝাড়ু এ, দেশপ্রেমের সাক্ষ্য
রক্তেটক্তে ভেজাল থাকা ভীষণ পরিতাপের
রামনবমী আর মহরম পালনে হয় পুণ্য
একটু দাপট, উত্তেজনা, নইলে কীসের উৎসব?
অনার্য-মুশরিক-মালাউন হোক-না মনঃক্ষুণ্ণ
মাংসপেশি দূর করে দেয় ডেমোক্রেসির খুঁত সব
মুক্তিপ্রকাশ রায়
সবাই জানে -- হিন্দু ছাড়া আর সকলে রাক্ষস
সবাই জানে -- মুমিন ছাড়া অন্য সবাই কাফের
অস্ত্র তো নয়, ফুলঝাড়ু এ, দেশপ্রেমের সাক্ষ্য
রক্তেটক্তে ভেজাল থাকা ভীষণ পরিতাপের
রামনবমী আর মহরম পালনে হয় পুণ্য
একটু দাপট, উত্তেজনা, নইলে কীসের উৎসব?
অনার্য-মুশরিক-মালাউন হোক-না মনঃক্ষুণ্ণ
মাংসপেশি দূর করে দেয় ডেমোক্রেসির খুঁত সব
No comments:
Post a Comment