Sunday, March 18, 2018

শুভাকাঙ্ক্ষী

শুভাকাঙ্ক্ষী
মুক্তিপ্রকাশ রায়

সব্বার ভালো হোক আমি চাই
সক্কলে খুব সুখে থাক
যে হতে চাইছে সে দুষ্টু হোক
অন‍্যরা গুড বুকে থাক
নিরামিষ খাক যে খুব নিরীহ
খুন চুষে খাক যে-খুনি
যুদ্ধবাজেরা খুশি হোক ফেলে
পরমাণু বোমা এখুনি
আমাদের মতো আমরাও খুশি
যুদ্ধবিরোধী মিছিলে
গিরগিটিকেও প্রশ্ন করি না
গতকাল তুমি কী ছিলে
তৃণমূল থাক, কংগ্রেসও থাক
বিজেপি এবং সিপিএম
জনতা চাইলে ভাতঘুম দিক
টুয়েলভ নুন টু থ্রি পি.এম.
সব মন যেন ফুরফুরে হয়
কেটে যায় দুশ্চিন্তা
স্টেটাস কুয়োর জলে ভাসমান
ইনকিলাবের দিন থাক

No comments: