Monday, December 11, 2017

ট্রেনে যেতে যেতে

ট্রেনে যেতে যেতে
মুক্তিপ্রকাশ রায়

দিয়াড়া ছেড়ে গেল, এল নসিবপুর
কপালে ছিল বলে তুমি গিয়েছ দূর
দূর কী দুর্বহ কিছুটা পাই টের
দামও যে বেড়ে চলে নিপ বা পাঁইটের
কী করে বিরহকে ডুবিয়ে করি খুন
বন্ধু বলে, দিল যো চাহে উও লিখুন
তাই আপনমনে দেওয়ালে ঘুঁটে দিই
পুরোনো পাপীদের ঘা-গুলো খুঁটে দিই
একে কি ছড়া বলে? কে জানে, যো ভি হো
পেরেমে ল‍্যাং খেয়ে বাঙালি কবি হোক

#মুক্তিপ্রকাশরায়

No comments: