Friday, December 8, 2017

রুচিবদল

রুচিবদল
মুক্তিপ্রকাশ রায়

কেউ বোঝে না অর্থনীতি ডিজিটালিন্ডিয়ায়
বোঝেন শুধু অরুণবাবু জেটলি
স্বপ্নে দেখি আগুন জ্বেলে বসিয়ে কারা দিচ্ছে
গরম চায়ের ব‍্যক্তিগত কেটলি
রাজস্থানের ছাই মিশে যায় ধুলাগড়ের ধুলোয়
আল্লা নীরব, নীরব রঘুনন্দন
স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত, সাফ করে দাও আরও
গায়ের থেকে মানুষ-মানুষ গন্ধ
আমরা বোড়ে, বুঝব কী আর উন্নয়নের মানে
বুঝুক যারা খেলতে পারে দাবা
দেশের জন‍্য বিফ ছেড়ে আজ ধরব কি না ভাবছি
মানুষ-পোড়া -- পলিটিক‍্যাল কাবাব

#মুক্তিপ্রকাশরায়

No comments: