বড়দিন ২০১৭
মুক্তিপ্রকাশ রায়
কিছু লেগে থাকে কাঁটার মুকুটে
কিছু লেগে থাকে পেরেকে
কেউ বলে, কিছু স্নো-ফলে রাখিস
ফাটা ঠোঁটে কিছু দে রেখে
রাজপথে কিছু শুকিয়েও যায়
কিছুটা শুকোয় বর্ডারে
ইতিহাস কিছু মুছেটুছে দেয়
রাজা বা রানির অর্ডারে
মোজার ভিতরে উপহার জমে
পূজাবেদীমূলে ভক্ত
যিশুর জন্যে কেঁদে ওঠে শিশু
বলে, ও মা! এ যে রক্ত!
#মুক্তিপ্রকাশরায়
No comments:
Post a Comment