নতুন বছরের ছড়া: ২০১৮
মুক্তিপ্রকাশ রায়
ভোর হোক, আলো হোক
চুলো হোক, চালও হোক
সাঁওতাল বেঁচে থাক
পাশে জিন্দালও হোক
সতেরোর ভুলগুলো
আঠারোয় ঠিক হোক
হাতে হাত ঠেকে গেলে
পুরোনো ম্যাজিক হোক
প্রেম হোক, ইয়ে হোক
চাকুরের ডিএ হোক
আইবুড়ো কবিদের
আঠারোয় বিয়ে হোক
মোড়ে মোড়ে চপও হোক
ঘরে ঘরে জবও হোক
যাদবপুরের মোড়ে
'হোক কলরব'ও হোক
ভয়টয় দূর হোক
যার শুধু পাউরুটি
তার ঝোলাগুড় হোক
বিভেদ-কুকুর এলে
তেমনই মুগুর হোক
পৃথিবীর ভালো হোক
কম জঞ্জালও হোক
ফেয়ার-অ্যান্ড লাভলি-কে
না কিনুক পাবলিকে
কালো মানুষেরা মাথা
উঁচু করে কালো হোক
#মুক্তিপ্রকাশরায়
মুক্তিপ্রকাশ রায়
ভোর হোক, আলো হোক
চুলো হোক, চালও হোক
সাঁওতাল বেঁচে থাক
পাশে জিন্দালও হোক
সতেরোর ভুলগুলো
আঠারোয় ঠিক হোক
হাতে হাত ঠেকে গেলে
পুরোনো ম্যাজিক হোক
প্রেম হোক, ইয়ে হোক
চাকুরের ডিএ হোক
আইবুড়ো কবিদের
আঠারোয় বিয়ে হোক
মোড়ে মোড়ে চপও হোক
ঘরে ঘরে জবও হোক
যাদবপুরের মোড়ে
'হোক কলরব'ও হোক
ভয়টয় দূর হোক
যার শুধু পাউরুটি
তার ঝোলাগুড় হোক
বিভেদ-কুকুর এলে
তেমনই মুগুর হোক
পৃথিবীর ভালো হোক
কম জঞ্জালও হোক
ফেয়ার-অ্যান্ড লাভলি-কে
না কিনুক পাবলিকে
কালো মানুষেরা মাথা
উঁচু করে কালো হোক
#মুক্তিপ্রকাশরায়
No comments:
Post a Comment