Wednesday, December 13, 2017

শীত ২০১৭

শীত ২০১৭
মুক্তিপ্রকাশ রায়

এখন বোধহয় শ্বাস নেওয়ারও অফ সিজন
বন্ধ নাকে নো এন্ট্রি টু অক্সিজেন
খাবারে নেই, ফুলবাগানেও খুশবু শেষ
সর্দি জমে হালত খারাপ ফুসফুসে
সেদিন এমন কপাল খারাপ, পিকনিকে
জ‍্যাকেটটাতে লাগিয়ে দিল শিকনি কে
সারাবছর চান করা যায় প্রাণ খুলে
এখন দ‍্যাখো, বালতি-ভরা ছাঙ্গু লেক
কাশির ঠেলায় ঘুম গেছে হায় যমপুরী
বউ বলে ব‍্যাং, শালির মতে ওম পুরী--
এমন গলার হাল, অপমান চূড়ান্ত
তাও যদি কেউ একটু নলেন গুড় আনত
সহ‍্য হত এমন বাঁকা কথার তোড়
শীতের জন‍্য মাসদেড়েকই যথার্থ
মেঘের পাশে রুপোর রেখা বুকফেয়ার
নইলে কজন এই জ্বালাতন ভুগবে আর?

#মুক্তিপ্রকাশরায়

No comments: