কবির মৃত্যু
মুক্তিপ্রকাশ রায়
কেউ খালি পা-য়, কেউ তালি পায়
কেউ কাল-ই পায় বুঝি জ্ঞানপীঠ
মোছা কারও গদি, নয় স্ববিরোধী
মমতা বা মোদি কারও দেন পিঠ--
চাপড়িয়ে তাই বাড়ে ইয়েটাই
শুধু ডিএটাই নাকি লাট খায়
কেউ বিপ্লবী, কারও deep love-ই
তাঁকে cheap কবি হতে আটকায়
কেউ লোভী তাও, ছাপা ছবিটাও--
চায়, কবিতাও উপলক্ষ্য
পেলে এডিটার, তেল রেডি তার
পোষা টেডিটার মতো সখ্য
পাতা ঝরে যাক, শ্রোতা সরে যাক
পাশে মরে যাক কেউ স্টেজেতে
সে তো হেরো, ছাড়, তাকে করে বার
কারা হারে আর দেখি কে জেতে
#মুক্তিপ্রকাশরায়
মুক্তিপ্রকাশ রায়
কেউ খালি পা-য়, কেউ তালি পায়
কেউ কাল-ই পায় বুঝি জ্ঞানপীঠ
মোছা কারও গদি, নয় স্ববিরোধী
মমতা বা মোদি কারও দেন পিঠ--
চাপড়িয়ে তাই বাড়ে ইয়েটাই
শুধু ডিএটাই নাকি লাট খায়
কেউ বিপ্লবী, কারও deep love-ই
তাঁকে cheap কবি হতে আটকায়
কেউ লোভী তাও, ছাপা ছবিটাও--
চায়, কবিতাও উপলক্ষ্য
পেলে এডিটার, তেল রেডি তার
পোষা টেডিটার মতো সখ্য
পাতা ঝরে যাক, শ্রোতা সরে যাক
পাশে মরে যাক কেউ স্টেজেতে
সে তো হেরো, ছাড়, তাকে করে বার
কারা হারে আর দেখি কে জেতে
#মুক্তিপ্রকাশরায়
No comments:
Post a Comment