অপবাদ
মুক্তিপ্রকাশ রায়
কী করে জানবে কৃষ্ণচূড়াটি একদিন অণুগল্পের
মতো পথচলা শেষ হয়ে যাবে, আসবে না চেনা কল ফের
কথা রয়ে যায় সান্ধ্য হাওয়ায়, কিছু বা মেলার ধুলোতে
কবিতার খাতা ছুঁয়ে দেখলি না, কত জন্মের ঝুল ওতে
সম্মুখে গিরি দুর্গম, আর পারাবার অতি দুস্তর
বোকা ছেলেটার আজও দায়ভার কাঁটার মুকুট, ক্রুশ তোর
দিন আনি আর দিন খাই শুধু, মাধুকরী, সরকারি না
তুই ফিরে এলে আমি কি এখনও প্যাশনেট চুমু পারি না?
#মুক্তিপ্রকাশরায়
মুক্তিপ্রকাশ রায়
কী করে জানবে কৃষ্ণচূড়াটি একদিন অণুগল্পের
মতো পথচলা শেষ হয়ে যাবে, আসবে না চেনা কল ফের
কথা রয়ে যায় সান্ধ্য হাওয়ায়, কিছু বা মেলার ধুলোতে
কবিতার খাতা ছুঁয়ে দেখলি না, কত জন্মের ঝুল ওতে
সম্মুখে গিরি দুর্গম, আর পারাবার অতি দুস্তর
বোকা ছেলেটার আজও দায়ভার কাঁটার মুকুট, ক্রুশ তোর
দিন আনি আর দিন খাই শুধু, মাধুকরী, সরকারি না
তুই ফিরে এলে আমি কি এখনও প্যাশনেট চুমু পারি না?
#মুক্তিপ্রকাশরায়
No comments:
Post a Comment