নির্বাচন
মুক্তিপ্রকাশ রায়
যদি তুই হায়নাকে ভয় পাস
তবে তোর দিল মাঙে নেকড়ে
খুনিকে না দিলে প্রেমপত্র
ডাকাতের ঠিকানায় লেখ রে
তোর যদি মনেমনে ছিল এই
কেউটেকে দুধকলা না দিবি
গোখরোকুমার এলে, বল সই--
কোথা বসাইবি, কী বা রাঁধিবি?
পায়খানা যার লাগে ঘেন্না
সে নয় বিষ্ঠা মাখ দু-হাতে
বাঘ দেখে ভয় পেলে খুঁজে দেখ
আর কী জন্তু আছে গুহাতে
যে যার ইচ্ছেমতো বেছে নিক
এটা গণতান্ত্রিক অধিকার
বাছাবাছি শেষ হলে, বাছাধন!
কী লাভ প্রশ্ন তুলে -- গদি কার?
#মুক্তিপ্রকাশরায়
মুক্তিপ্রকাশ রায়
যদি তুই হায়নাকে ভয় পাস
তবে তোর দিল মাঙে নেকড়ে
খুনিকে না দিলে প্রেমপত্র
ডাকাতের ঠিকানায় লেখ রে
তোর যদি মনেমনে ছিল এই
কেউটেকে দুধকলা না দিবি
গোখরোকুমার এলে, বল সই--
কোথা বসাইবি, কী বা রাঁধিবি?
পায়খানা যার লাগে ঘেন্না
সে নয় বিষ্ঠা মাখ দু-হাতে
বাঘ দেখে ভয় পেলে খুঁজে দেখ
আর কী জন্তু আছে গুহাতে
যে যার ইচ্ছেমতো বেছে নিক
এটা গণতান্ত্রিক অধিকার
বাছাবাছি শেষ হলে, বাছাধন!
কী লাভ প্রশ্ন তুলে -- গদি কার?
#মুক্তিপ্রকাশরায়
No comments:
Post a Comment