হনুকরণ
মুক্তিপ্রকাশ রায়
আমিও হনুমান, তুমিও হনুমান
এ ডারুয়িন নয়, আমারও অনুমান
ক্ষমতা বড়ো দায়, যা কিনা পলিটিক্স
ধারালো ছুরি খোঁজে গলার নলিটি
এতে কি ভোট আসে? তবে তা বৈধ
দু-চারজন যদি হয় শহিদ হোক
যাক না ঘেঁটেঘুঁটে কলি-তে ত্রেতা-তে
কে তাতে বিচলিত? ব্যথিত কে তাতে?
তোমার পুঁজি ঘৃণা, আমি কি পিছিয়ে?
রেখেছি ভোটজাল সেভাবে বিছিয়ে
যেভাবে তুমি মাপো কে বেশি হিন্দু
তোমাকে বেচে খায় তোমারই নিন্দুক
দু-জনা দুটি দিক একই সে কয়েনেই
ভোট বা টস হোক, হারার ভয় নেই
মুক্তিপ্রকাশ রায়
আমিও হনুমান, তুমিও হনুমান
এ ডারুয়িন নয়, আমারও অনুমান
ক্ষমতা বড়ো দায়, যা কিনা পলিটিক্স
ধারালো ছুরি খোঁজে গলার নলিটি
এতে কি ভোট আসে? তবে তা বৈধ
দু-চারজন যদি হয় শহিদ হোক
যাক না ঘেঁটেঘুঁটে কলি-তে ত্রেতা-তে
কে তাতে বিচলিত? ব্যথিত কে তাতে?
তোমার পুঁজি ঘৃণা, আমি কি পিছিয়ে?
রেখেছি ভোটজাল সেভাবে বিছিয়ে
যেভাবে তুমি মাপো কে বেশি হিন্দু
তোমাকে বেচে খায় তোমারই নিন্দুক
দু-জনা দুটি দিক একই সে কয়েনেই
ভোট বা টস হোক, হারার ভয় নেই